Khoborerchokh logo

কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 401 0

Khoborerchokh logo

কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



 
কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ফেনীতে ১শ’ ১৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন অনুষ্ঠানে।
মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণাকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম, জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এনামুল হকসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধাগণ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন ও সুধিজন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com